সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ম্যানোলা হিল দখল চেষ্টা, জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের পাশে অবস্থিত শত কোটি টাকার সম্পদ ম্যানোলা হিল দখল করার চেষ্টার অভিযোগ তুলেছেন মালিক মো. নূরুল ইসলাম। তিনি জানান, সন্ত্রাসী ও ভূমিদুস্য সৈয়দ জিয়াদ রহমান ও তার ভাই পারভেজ উদ্দিন আওয়ামী লীগ নেতা নুরুল আজিমকে নিয়ে জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছেন। ভূমির মালিকানা ছাড়তে একাধিকবার চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিও দেয়া হয় তাকে। এসব ঘটনায় আইনী ব্যবস্থা নিলেও সন্ত্রাসীরা পেশীশক্তির জোর দেখিয়ে যাচ্ছেন।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন ভুক্তভোগী ম্যানোলা হিলের মালিক নূরুল ইসলাম। নগরীর জামালখান মোড়স্থ এক রেস্টেুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ম্যানোলা হিলের ঘটনায় একটি বেসরকারি টিভি চ্যানেলে জামায়াতকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদও জানানো হয়।

লিখিত বক্তব্যে নূরুল ইসলাম বলেন, আমি ‘স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালে ৩০ কোটি টাকা দিয়ে ম্যানোলা হিল ক্রয় করে আমার প্রতিষ্ঠান। তখন থেকে জায়গাটির কর-খাজনাদি আদায় করে আসছি আমরা। সেখানে থাকা দোকানের ভাড়াও আমরা আদায় করে আসছি। এরমধ্যে গত কয়েক বছর সন্ত্রাসী ও ভূমিদূস্য সৈয়দ জিয়াদ রহমান ও তার ভাই পারভেজ উদ্দিন একাধিকবার আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিমকে সাথে নিয়ে জায়গাটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। বিভিন্ন সময় সশস্ত্র এই সন্ত্রাসীরা আমার নিকট চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। এসব ঘটনায় ২০২২ সালে চকবাজার থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করি। সেসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করলে মন্ত্রণালয় আমাদের আবেদনের প্রেক্ষিতে ম্যানোলা হিলে ২৪ জন স্বশস্ত্র আনসার বাহিনী নিয়োগ প্রদান করেন।

সরকারের পট পরিবর্তনে সন্ত্রাসীরা আরো তৎপর হয় জানিয়ে নূরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ৫ আগস্ট ৬০ থেকে ৭০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লোক নিয়ে আমার প্রতিষ্ঠানের মালিকানাধীন ম্যানোলা হিলে হামলা করে। লুটপাট, ডাকাতি ও ভাঙচুরসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এ ঘটনায়ও সেনাবাহিনীর কমান্ডার অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রাণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এমনকি আমাদের ভাড়াটিয়া দোকানদাররাও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও থানায় জিডি করেন। এরপরও সন্ত্রাসী জিয়াদ রহমান, পারভেজ উদ্দিন ও নুরুল আজিম ম্যানোলা হিল দখল করার চেষ্টা করে যাচ্ছে। তারা প্রতিনিয়তও আমার ব্যবসায়িক দোকানদার থেকে চাঁদা দাবি করছে। জোরপূর্বক পানির লাইন বন্ধ করে দিচ্ছে।

তিনি বলেন, ম্যানোলা হিলের মালিক আমরা। সমস্ত বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। উল্টো সন্ত্রাসীরা একটি বেসরকারি একটি টিভি চ্যানেলে মিথ্যা অপপ্রচার চালায়। সেখানে স্থানীয় চকবাজার থানা ওয়ার্ড জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছকে দখলদার বলে অবহিত করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেমূলক। ইলিয়াছ আমাদের ব্যবসায়িক পার্টনার। দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করছি। এতে কোনো রাজনৈতিক কোনো দলের সংম্পৃত্ততা নেই। শুধুমাত্র সন্ত্রাসীরা ম্যানোলা হিল দখল করতে একটি রাজনৈতিক গোষ্ঠীর নাম উচ্চারণ করে সংকট সৃষ্টি করছে। আমরা সন্ত্রাসীদের এমন হয়রানি থেকে মুক্তি চায়। ম্যানোলা হিল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রশাসনের নিকট অনুরোধ জানাবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা জামায়াত নেতা মো. ইলিয়াছ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রোপ্রাগান্ডা ছড়িয়েছে দখলদার বাহিনীটি। আমার বিরুদ্ধে যা ইচ্ছে বলুক আপত্তি নেই। কিন্তু একটা পবিত্র সংগঠনকে তারা কলুষিত করার চেষ্টা করেছে। এখানে জামায়াতের নূন্যতম সংশ্লিষ্টতা নেই। আমার বিরুদ্ধে হুমকির অভিযোগ আনা হয়েছে। অথচ আমি ম্যানোলা হিলে পর্যন্ত যায়নি। কেউ যদি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারে, তাহলে আমাকে যা শাস্তি দেন মাথা পেতে নেব। আমি ম্যানোলা হিলের মালিক নূরুল ইসলামের ব্যবসায়িক পার্টনার। একসাথে ব্যবসা করি। দখলদার সন্ত্রাসীরা এটাকে পূঁজি করে আমার ও জামায়াতে বিরুদ্ধে মিথ্যা প্রোপ্রাগাণ্ডা চালাচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন