গভর্নরের ভাষ্য, আইসের স্বীকারোক্তি অনুযায়ী, তারা ম্যাসাচুসেটসে আরও কয়েক শত মানুষকে গ্রেপ্তার করেছে, যাদের অপরাধের রেকর্ড নেই।
ম্যাসাচুসেটস থেকে গত এক মাসে প্রায় দেড় হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস।সংস্থাটি সোমবার এ তথ্য জানিয়েছে।
আইসের ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স বোস্টনে সংবাদ সম্মেলনে রিপোর্টারদের গ্রেপ্তারের সংখ্যা জানান।
তিনি বলেন, মে মাসে ‘অপারেশন প্যাট্রিয়ট’ নামের অভিযান শুরুর পর থেকে এক হাজার ৪৬১ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
অ্যামেরিকার উত্তরপূর্বাঞ্চলীয় স্টেইটটিতে অভিবাসন আইন বাস্তবায়নে কাজ করা সংস্থাটির ধরপাকড় নিয়ে প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
অপরাধের রেকর্ড আছে কিংবা অভিযোগ নিষ্পত্তি হয়নি ৭৯০ জনের
আইস জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৯০ জনের হয় অপরাধের রেকর্ড ছিল নতুবা তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ছিল। সংখ্যাটি মে মাসে হেফাজতে নেওয়া মোট অভিবাসীর ৫৪ শতাংশ।
মাসব্যাপী গ্রেপ্তারের বিষয়ে আইসের ভারপ্রাপ্ত পরিচালক লিয়ন্স জানান, তার বেড়ে ওঠা বোস্টন শহরে। ম্যাসাচুসেটসের কর্মকর্তারা যৌন অপরাধী, ফেনটানিল ডিলার, ড্রাগ ডিলার, মানব পাচারকারী ও শিশু ধর্ষণকারীদের বিভিন্ন এলাকায় ছেড়ে দিতেন। এটি তাকে পীড়া দেয়।
ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট গভর্নরের প্রতিক্রিয়া
আইসের অভিযানে অপরাধী গ্রেপ্তারের বিষয়ে সমর্থন জানালেও নিরপরাধ লোকজনকে হেফাজতে নেওয়ার নিন্দা জানিয়েছেন ম্যাসাচুসেটসের গর্ভনর ডেমোক্র্যাট মউরা হিলি।
তিনি বলেন, ‘অপরাধে দোষী সাব্যস্ত এবং অপরাধের ইতিহাস থাকা লোকজনকে গ্রেপ্তার করেছে আইস, যাকে আমি সমর্থন করি।’
গভর্নরের ভাষ্য, আইসের স্বীকারোক্তি অনুযায়ী, তারা ম্যাসাচুসেটসে আরও কয়েক শত মানুষকে গ্রেপ্তার করেছে, যাদের অপরাধের রেকর্ড নেই।
তিনি বলেন, গ্রেপ্তারের ক্ষেত্রে প্রত্যেকের উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও আইন মানা। কাদের গ্রেপ্তার করা হয়েছে, কী অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের অবস্থা কী, সে বিষয়ে তথ্য জনগণকে জানানো উচিত আইসের। এটি জননিরাপত্তা ও কমিউনিটিকে সমর্থনের সঙ্গে যুক্ত বিষয়।
অ্যাটর্নি জেনারেলের অভিব্যক্তি
আইসের গ্রেপ্তারের বিষয়ে এক বিবৃতিতে নিজ অভিব্যক্তি জানিয়েছেন ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিয়া ক্যাম্পবেল।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে স্বচ্ছতার ঘাটতি অব্যাহত রয়েছে। এগুলো জনগণের নিরাপত্তা রক্ষার পরিবর্তে কমিউনিটিগুলোর মধ্যে ভীতির সঞ্চার করেছে।
এ অ্যাটর্নি জেনারেল মনে করেন, অপরাধের রেকর্ড বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছাড়া লোকজনকে গ্রেপ্তার গণতান্ত্রিক সমাজের প্রতিফলন নয়। যথাযথ প্রক্রিয়া ছাড়া প্রকাশ্য দিবালোকে লোকজনকে বন্দি কিংবা তদারকি ছাড়া কোনো এলাকায় টহলের প্রতিশ্রুতি গণতান্ত্রিক সমাজের জন্য হুমকি।
এ বিষয়ে আইসের শীর্ষ কর্মকর্তা লিয়ন্স বলেন, ম্যাসাচুসেটসের তথাকথিত ‘অভয়ারণ্য শহরগুলো’ তাদের নীতি পরিবর্তনে তাড়িত করেছে।
তিনি জানান, অন্য অনেকের মধ্যে খেলার মাঠে বসবাসকারী একজন যৌন অপরাধী এবং অভ্যাসগত এক মদ্যপানকারীকে গ্রেপ্তার করেছেন তারা।
১৪ জন পুরুষের মুখের ছবির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সাধারণ মানুষের উচিত আইসের হাতে গ্রেপ্তার লোকজনের মুখ চিনে রাখা।
আইস এজেন্টদের মুখে ছিল মাস্ক
মাস্ক পরে মে মাসে অভিযান চালান আইস এজেন্টরা। এর পক্ষে দাঁড়িয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক লিয়ন্স। যদিও বিক্ষোভে মাস্ক পরার বিষয়ে আপত্তি জানিয়েছেন ম্যাসাচুসেটসের লোকজন।
মাস্ক পরার পক্ষে যুক্তি দিয়ে লিয়ন্স বলেন, লোকজন আইস এজেন্টদের নাম ও তাদের মুখের ছবি অনলাইনে পোস্ট করছে। একই সঙ্গে এজেন্ট ও তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দিচ্ছে।
এমন পরিস্থিতিতে মাস্ক পরার কারণে লোকজন আহত হলে দুঃখ প্রকাশ ছাড়া উপায় নেই, তবে অফিসার ও এজেন্ট এবং তাদের পরিবারের জীবন হুমকির মুখে ফেলা যায় না।
ম্যাসাচুসেটসের অ্যাটর্নি লিয়াহ ফোলি জোর দিয়ে বলেন, স্টেইটে আইসের অভিযানের মূল লক্ষ্য জননিরাপত্তা।
তার মতে, গ্রেপ্তারকৃতরা অভিবাসী নয়, তারা অপরাধী।
ফোলি আরও বলেন, গ্রেপ্তার লোকজন শুধু সীমান্তই অতিক্রম করেননি, তারা একই সঙ্গে সীমা অতিক্রম করেছেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন