সিএন প্রতিবেদন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য ‘সামনে যা-ই আসুক না কেন’ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সমর্থন দিয়ে যাবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন।
সেনা প্রধান বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার রূপরেখাও রূপরেখাও দিয়েছেন তিনি।
সেনাপ্রধান বলেন, ‘আমি তার (ড. ইউনূস) পাশে থাকব। সামনে যা-ই আসুক না কেন। যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।’
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তবে তিনি এ সময় ধৈর্য ধরাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমার কাছে জানতে চাইলে বলব, এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।’
আগস্ট মাসের শুরুতে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এর পরেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এ সরকার দেশের প্রধান খাতগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন