শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে সীমান্তে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বসাল রাশিয়া

শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ‘যুক্তরাষ্ট্রকে আঘাতে সক্ষম’ সীমান্তে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। এটি হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয় বোমার চেয়েও ১২ গুণ বেশি শক্তিশালী।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে মস্কোর দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী কালুগা অঞ্চলের কোজেলস্কি মিলিটারি কম্পাউন্ডে ভয়ংকর এই ক্ষেপণাস্ত্র বসানো হয়। ইয়ারস নামের আন্তঃমহাদেশীয় এ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র-ব্রিটেন দুদেশেই আঘাত হানতে সক্ষম।

জানা যায়, ইউক্রেনকে বাইডেন শিগগিরই অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেবে, গণমাধ্যমে এমন সংবাদ প্রচার হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা নিলো রাশিয়া।

বুধবার সন্ধ্যায় রাশিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি দীর্ঘ বিশেষায়িত যানে বোঝাই ইয়ারাস মিসাইল মস্কো থেকে প্রায় ২০০ কিলেমিটার দূরে অবস্থিত কোজেলস্কি মিলিটারি কম্পাউন্ডে নেওয়া হয়। বেশ কয়েকটি মিলিটারি ট্রাক মিসাইলবাহী যানের পেছনে অবস্থান করছিল। কম্পাউন্ডের ভেতরে প্রবেশের পর যানটি সেখানে অবস্থিত মিসাইল সাইলোর সামনে অবস্থান নেয়। এরপর ধীরে ধীরে লোডিং ইউনিটের সাহায্যে মিসাইলটিকে সাইলোতে বসানো হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন