শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু

রবিবার, অক্টোবর ১, ২০২৩

প্রিন্ট করুন

ইলিনয়, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি সেমি ট্রাকের সাথে একাধিক গাড়ির সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

শনিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে অঙ্গরাজ্যটির প্রশাসন। নিহতদের মধ্যে দুই শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, সাড়ে সাত হাজার গ্যালন বিষাক্ত রাসায়নিক ছিল ট্রাকটিতে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শেষ রাতের দিকে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এটি। উল্টে যায় হাইওয়েতে। পেছন থেকে আসা পরপর আরো কয়েকটি গাড়ি ধাক্কা খায় সামনেরটির সাথে। ট্রাক থেকে ছড়িয়ে পড়ে চার হাজার গ্যালন রাসায়নিক।

দূষণের শঙ্কায় এক মাইল এলাকাজুড়ে জারি হয় সতর্কতা। সরিয়ে নেয়া হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন