বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিল বাইডেন প্রশাসন

সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, ইউক্রেন এই হামলার জন্য মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এই ক্ষেপণাস্ত্র ১৯০ মাইল বা ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে বলেন, এ ধরনের অভিযান ঘোষণা দিয়ে শুরু করা হয় না। যখন প্রয়োজন হয়, তখন ক্ষেপণাস্ত্র নিজেই কথা বলে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলা ন্যাটো সামরিক জোটের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সমান। তিনি পশ্চিমা দেশগুলোকে এ বিষয়ে বারবার সতর্ক করে আসছেন।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি ইউক্রেনকে সহায়তার বিষয়ে বাইডেনের সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি না, তা স্পষ্ট নয়। ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার কঠোর সমালোচনা করেছেন এবং ক্ষমতা গ্রহণের পর দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন