রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পেল না বাংলাদেশ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো হতে যাওয়া গণতন্ত্র সম্মেলনে এবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২৯ ও ৩০ মার্চ চার মহাদেশের আরও চারটি দেশের সঙ্গে যৌথভাবে এই সম্মেলন আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যে চার দেশকে এবার যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়াকে। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সবগুলোতেই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আমন্ত্রণ জানানো হবে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে এসব দেশের প্রস্তুতিও সবচেয়ে ভালো থাকে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছিলেন জো বাইডেন। সেই সম্মেলনে অংশগ্রহণকারী শ খানেক দেশের সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন