বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিল্টন’

সোমবার, অক্টোবর ৭, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিল্টন’। যা দ্রুত হারিকেনে পরিণত হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে এটি ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, রবিবার ভোরে ‘মিল্টন’ ফ্লোরিডার টেম্পা থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল এবং এর বাতাসের গতিবেগ ৯৫ কিলোমিটার।

গভর্নর রন ডিস্যান্টিস বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,৭ ও ৮ অক্টোবরের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিন। জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গুথরি সতর্ক করে বলেছেন, মিল্টন’ ২০১৭ সালের হারিকেন ইরমারের মতো আঘাত হানতে পারে।

এই দুর্যোগ মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষ সকলকে প্রস্তুতি নিতে এবং নিরাপদ স্থানে চলে যেতে পরামর্শ দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন