মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার মিডিয়া ও পরামর্শ সেবার ওপর

সোমবার, মে ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়ার প্রধান তিনটি টেলিভিশন কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র এবং তারা রাশিয়ার সব কোম্পানির মার্কিন প্রতিষ্ঠানের দেয়া পরামর্শ ও হিসেব সেবা গ্রহণের পথ বন্ধ করে দেবে। খবর এএফপির।

রোববার (৮ মে) দেয়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে কথা বলা হয়েছে।

জয়েন্ট স্টক কোম্পানি ‘চ্যানেল ওয়ান রাশিয়া, টেলিভিশন স্টেশন রাশিয়া-১ ও জয়েন্ট স্টক কোম্পানি এনটিভি ব্রডকাস্টিং কোম্পানির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। এর ফলে এসব সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের অর্থায়ন বা তাদের কাছে সরঞ্জামাদি বিক্রি নিষিদ্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার অপপ্রচার চালানোর কাজে নিয়োজিত এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি অর্থায়ন করতে পারবে না।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন