ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: শুক্রবার (২৮ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপির সমাবেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় এসব সমাবেশের ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো। এসব রাজনৈতিক কর্মসূচি বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তী সেগুলো পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) নেয়া হয়।
ঢাকার এ পাল্টাপাল্টি সমাবেশের প্রসঙ্গ উঠেছে বৃহস্পতিবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। বিএনপি তাদের সমাবেশ ২৭ জুলাইয়ের পরিবর্তে পর দিন শুক্রবার করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনও একই দিনে পাল্টা সমাবেশ করার কথা জানিয়েছে। ক্ষমতাসীন দলটি সরকার বিরোধীদের এ সমাবেশকে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার উসকানি হিসেবে দেখছে। তাই, তা প্রতিহতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, তাদের হাজার হাজার নেতা–কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘাতময় এ পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? ক্ষমতাসীনেরা কী রাজপথের সহিংসতাকে উসকে দিচ্ছে?
উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ ব্যাপারে গতকালও (বুধবার ২৬ জুলাই) আমি সুস্পষ্ট করে কিছু কথা বলেছি। আমি সেটাই পুনর্ব্যক্ত করব। গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোন জায়গা নেই। আমরা (যুক্তরাষ্ট্র) কোন একক রাজনৈতিক দলের পক্ষে নই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে কাজ করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে। তবে, এটাও মনে রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোন জায়গা নেই।’
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন