শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

শনিবার, অক্টোবর ১৪, ২০২৩

প্রিন্ট করুন
বিমানের আন্তর্জাতিক পাঁচ রুটে ফ্লাইট স্থগিত 1604380635 featured images 1
বিমানের আন্তর্জাতিক পাঁচ রুটে ফ্লাইট স্থগিত 1604380635 featured images 1

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরে যাতায়াত সীমিত করেছে পুলিশ। একই সাথে আশেপাশের চেকপয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিমানবন্দরের পার্ক করা এক ব্যক্তি দাবি করেন তার গাড়িতে বোমা রয়েছে। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। পুলিশের বোম স্কোয়াড ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। এ ছাড়াও যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রকাশ্যে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।

ঘটনাটির পর বিমানবন্দরের মূল টার্মিনালের দুটি চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়েছে, ‘বিমানবন্দরের দিকে আসা যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। টার্মিনালের ভেতরে যারা আছেন তাদের নিজ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এভিয়েশন রেডিও ফ্রিকোয়েন্সিতে বলতে শোনা গেছে যে, ‘বিমানবন্দরে জরুরি পরিস্থিতি রয়েছে তাই আমরা বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছি।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন