শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান গোতাবায়া রাজাপাকসের

বুধবার, জুলাই ১৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্র সফরের জন্য কলম্বোতে মার্কিন দূতাবাসে ভিসা আবেদন করেছিলেন। এছাড়া অনুমতি মেলে নি ভারতে যাওয়ারও।

কলম্বোতে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, একজন ব্যক্তি, যিনি আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাকে আবার ভিজিটর ভিসা দেওয়া হবে না এবং শুধুমাত্র পরিবারের সদস্যের মৃত্যু বা চিকিৎসার মতো বিশেষ পরিস্থিতিতে তাকে ভিসা দেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে সাড়া না পেয়ে
শেষপর্যন্ত মঙ্গলবার দিবাগত রাতে সামরিক প্লেনে করে মালদ্বীপে যান গোতাবায়। ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চারজন এবার সিঙ্গাপুরে যেতে চাইছেন।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটের পর গত মার্চ থেকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবার শতশত বিক্ষোভকারী গোতাবায়ার বাসভবনে ঢোকে পড়েন। এরপর এ দিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী, বুধবার তার পদত্যাগের কথা। এর আগেই তিনি দেশ ছাড়লেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন