ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় বন্দুকধারীর একের পর এক হামলায় ছয়জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
পুলিশকে উদ্ধৃত করে টেনেসির পার্শ্ববর্তী মেমফিসের গণ মাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, ‘বর্তমানে নিরাপত্তা হেফাজতে থাকা এক ব্যক্তি ছোট শহর আরকাবুতলার একটি দোকানে এক ব্যক্তিকে গুলি করে এবং তারপর সে কাছের একটি বাড়িতে গিয়ে এক মহিলাকে হত্যা করে।’
সিবিএস সংশ্লিষ্ট ডব্লিউআরইজির উদ্ধৃতি দিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, এরপর লোকটি তার গাড়িতে করে অন্য বাড়িতে যায় ও সেখানে সে আরো দুজনকে গুলি করে হত্যা করে। এ বাড়ি তার বাস ভবন বলে ধারণা করা হচ্ছে।
এরপর পুলিশ তাকে তাড়া করে দ্বিতীয় একটি বাড়িতে নিয়ে যায় ও সেখানে তাকে গ্রেফতার করে।’
ডব্লিউআরইজি জানায়, অন্য দুইজনকে সেই স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মেমফিস ভিত্তিক টিভি স্টেশন অ্যাকশন নিউজ-৫ অভিযুক্ত হামলাকারীর নাম রিচার্ড ডেল ক্রাম বলে জানায়। তার বয়স ৫২ বছর।
টুইটার বার্তায় মিসিসিপি গভর্নর টেট রিভস বলেন, ‘তাকে এ হামলার ঘটনা অবহিত করা হয়েছে ও সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে রয়েছে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন