ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১২ নভেম্বর) সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে মনোনীত করেছেন। এটি রিপাবলিকানদের কঠোর অভিবাসন নীতির প্রয়োগের ক্ষেত্রে একটি শক্তিশালী পদ। সংবাদ এএফপির।
ট্রাম্প বিবৃতিতে বলেন, ‘ক্রিস্টি সীমান্ত নিরাপত্তায় অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনিই প্রথম গভর্নর যিনি বাইডেন সীমান্ত সংকট মোকাবেলায় টেক্সাসকে সাহায্য করার জন্য ন্যাশনাল গার্ডের সেনা পাঠান এবং তাদের মোট আট বার পাঠানো হয়েছিল।’
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন