শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ছুরিকাঘাতে নিহত ৪

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

প্রিন্ট করুন
নিউইয়র্কে ছুরিকাঘাত
৩ ডিসেম্বর কুইন্সে ছুরিকাঘাত ও অগ্নিকাণ্ডে চারজন মারা গেছে, অন্য একজন গুরুতর অবস্থায় রয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৭ মার্চ) বিকেলে একটি বাড়িতে হামলার পর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রকফোর্ড পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন- ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ ও ২২ বছর বয়সী দুজন পুরুষ।

এ ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ হামলাগুলোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, ফ্লোরেন্স স্ট্রিটে একটি বাড়িতে হামলা চালানো হলেও একাধিক স্থানে এই ছুরিকাঘাতের হামলা চালানো হয়েছে।

উইনেবাগো কান্ট্রি শেরিফ গ্যারি কারুয়ানা বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছ থেকে দৌড়ে পালানোর সময় এক তরুণীর হাত ও মুখে ছুরিকাঘাতের ক্ষত দেখা যায়। ওই তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তরুণীকে সাহায্য করতে গিয়ে আরেক ব্যক্তিও ছুরিকাঘাতে আহত হন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন