যুক্তরাষ্ট্রে গুলি করে সাইশ ভিরা (২৪) নামের এক ভারতীয় শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার তাকে ওহাইওর কলম্বাসে গুলি করা হয়। নিহত যুবক ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। আর মাত্র কয়েক দিনের মধ্যে তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষ হওয়ার কথা ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্যাস স্টেশনে কাজ করার সময় ডাকাতদল হানা দেয়। তখনই সাইশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইশ মারা যান।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন এবং সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছেন।
সাইশের রুমমেট ভেঙ্কট নেরুসু জানিয়েছেন, সাইশ ক্রিকেট ভালোবাসত। পড়ালেখা শেষ হলেই আইটি সেক্টরে কাজ করার স্বপ্ন দেখত।
নিহতের আরেক রুমমেট এবং ক্রিকেট সতীর্থ পুনিথ রাগুপাধি বলেন, তিনি রাতে গ্যাস স্টেশনে চাকরি করার বিষয়ে সাইশকে সতর্ক করেছিলেন। সাইশ তখন এ কাজ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাইশ গ্যাস স্টেশনের মালিককে জানিয়েও দেয় যে আমি দুই সপ্তাহের মধ্যে কাজ ছেড়ে দিচ্ছি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন