সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নেভাদায় জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে পশ্চিম নেভাদার স্টেজকোচের কাছে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- পাইলট, নার্স, প্যারামেডিক, রোগী ও রোগীর স্বজন। মার্কিন বিমান সংস্থা কেয়ার ফ্লাইট এসব তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কেয়ার ফ্লাইট লিখেছে, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল লিয়ন কাউন্টির ফায়ার সার্ভিস। বিষয়টি নিয়ে আমরা শোকাহত। নিহতদের পরিবারকে বিষয়টি দ্রুত জানানো হচ্ছে।
লিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে আমাদের কাছে খবরটি পৌঁছায়। তবে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন