মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৬ জন।

শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে আলাবামা অঙ্গরাজ্যের ডাডেভিলে শহরে গুলির ঘটনা ঘটে।

রোববার (১৬ এপ্রিল) সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। তবে কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত, কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটছে, যা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর বন্দুক সহিংসতায় দেশটিতে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং বাকি অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন