শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে খসড়া প্রস্তাব পেশ

শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন: সামাজিক মিডিয়া প্লাটফর্ম টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর নেতৃত্বে এক দল মার্কিন আইনপ্রণেতা মঙ্গলবার (১৩ ডিসেম্বর) একটি বিল উপস্থাপন করেছেন। বেইজিংয়ের গুপ্তচরবৃত্তিতে বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটি ব্যবহৃত হতে পারে- এমন শঙ্কায় এ বিল পেশ করেছেন তারা।

মার্কো রুবিওর দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীন-রাশিয়া নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার রাশ টেনে ধরতে সক্ষম হবে এ বিল। প্রতিনিধি পরিষদে বিলটি উপস্থাপন করছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক গ্যালাগার ও ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি।

খসড়া প্রস্তাবটি সমর্থন করেছেন ডেমোক্রেট দলের আইনপ্রণেতারাও। গত মাসে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক যৌথ নিবন্ধে এমন নতুন খসড়া প্রস্তাবের ইঙ্গিত দিয়েছিলেন সিনেটর মার্কো রুবিও ও মাইক গ্যালাহার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রিপাবলিকান পার্টির গভর্নররা। গত বছর সব সরকারি সংস্থার ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল মার্কিন আইনপ্রণেতারা।

চলতি বছরের নভেম্বরের এক শুনানিতে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করেছে।’ ব্যবহারকারীদের প্রভাবিত করতে কিংবা তাদের ডিভাইস নিয়ন্ত্রণে চীনা সরকার এর ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ব্যবসায় ধরে রাখতে বেশ কয়েক বছর ধরেই দেশটির সরকারি পর্যায়ে আলোচনা চালিয়ে আসছেন টিকটকের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের দাবি, ‘জাতীয় নিরাপত্তা শঙ্কা দূর করে’ মার্কিন গ্রাহকদের সেবা অব্যাহত রাখার চেষ্টা করছেন তারা।

সিনেটের রুবিও বিবৃতি বলেছেন, ‘সরকার টিকটকের হুমকি থেকে সাধারণ মার্কিন নাগরিকদের রক্ষা করতে এখন পর্যন্ত একটিও অর্থবহ পদক্ষেপ নেয় নি। সিসিপির পাপেট কোম্পানির (বাইটড্যান্স) সাথে অর্থহীন আলোচনায় নষ্ট করার মত সময় আর নেই। বেইজিং নিয়ন্ত্রিত টিকটক নিষিদ্ধ করার এটাই সময়।’

এর প্রতিক্রিয়ায় টিকটকের মুখপাত্র হিলারি ম্যাককেইড এক বিবৃতিতে বলেন, ‘প্রশাসনকে টিকটকের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা প্রক্রিয়া দ্রুত শেষ করার তাড়া না দিয়ে কংগ্রেসের কিছু সদস্য রাজনৈতিক উদ্দেশ্যে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করছেন, এটা দুশ্চিন্তার বিষয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এটা কোন ভূমিকাই রাখবে না।’

টিকটক কর্তৃপক্ষ এর আগেও জানিয়েছিল, তারা চীন সরকারকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কোন তথ্য সরবরাহ করে না। এছাড়া, চীন থেকে কে‌উ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ডেটায় প্রবেশ করার সুযোগ পাবেন কিনা, সে সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্মীদের হাতে থাকে।

ইতিমধ্যে সরকারি ডিভাইসে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও একাধিক সরকারি সংস্থা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন