সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় চার যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) শিকাগোর কাছাকাছি একটি সাবওয়ে ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার কথা ছিল।
পুলিশের জানায়, সোমবার সকালে ‘শিকাগো ট্রানজিট’ ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এদিকে, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে উদ্দেশ্যহীন এবং বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছে পুলিশ।
ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, নিহতরা সবাই ভোরের ট্রেনযাত্রী ছিলেন। নিহত চার ব্যক্তি গৃহহীন হতে পারে বলেও জানিয়েছেন ক্রিস চিন। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে জানি না তাদের পরিচয় বা সামাজিক অবস্থান কী। ভিডিওগুলো দেখে প্রাথমিকভাবে বোঝা গেছে, তারা ট্রেনের মধ্যে ঘুমাচ্ছিলেন।
এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গোলাগুলির এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে। ওই ফুটেজ দেখেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয় ও ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর তাকে আটক করা হয়।
সিএন/এমটি
Views: 8
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন