শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ডাকাতের হাতে প্রাণ গেলো বাংলাদেশির

মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ডাকাতের হামলায় গুরুতর আহতের পর মারা গিয়েছেন মোহাম্মদ আবু হানিফ নামে এক বাংলাদেশি। গত ৫ মার্চ নিজের কনভেনিয়েন্ট স্টোরে এক ব্যক্তির লুটপাট ঠেকাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে ৮ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু হানিফ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে থাকতেন যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক অঞ্চল ভার্জিনিয়ায়। ব্যবসা করতেন মেরিল্যান্ডে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ২০০০ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৫ মার্চ সকালে দোকান খুলে অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়ে দুর্ঘটনাকবলিত হন তিনি। দোকানের ভেতরে একজন ক্রেতার চুরি ঠেকাতে গেলে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। দীর্ঘক্ষণ তিনি ঘটনাস্থলে পড়ে ছিলেন। দোকানে অন্য এক ক্রেতা এসে আবু হানিফকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন।

এদিকে আবু হানিফের খুনিকে ধরতে ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে মেরিল্যান্ডের প্রিন্স জর্জ’স কাউন্টি পুলিশ।

এদিকে দ্রুততম সময়ের মধ্যে খুনিকে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নিহতের পরিবার এবং বাঙালি আমেরিকানরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন