চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার ম্যাকুম্বা লাটিনা নামের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এনডি টিভি এতথ্য জানিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে অ্যালাব্যামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এদিকে নাইটক্লাবে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৯ বছয় বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিগ্যান ফেলিজ।
এর আগে, গত আগস্ট মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত ও ৬ জন আহত হয়। এছাড়া গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় ৯ জন আহত হন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন