সিএন প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকায় প্রতিদিনই গোলাগুলি হয়। স্কুলে গুলি, শপিং মলে গুলি, বাড়িতে গুলি। শিশুদের মারছে, বাচ্চাদের মারছে। আমরা তো শঙ্কায় থাকি যুক্তরাষ্ট্রে আমাদের দেশের মানুষকে নিয়ে।
শুক্রবার (০৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগদান-পরবর্তী বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, তাদের নিজেদের দেশে আগে সামাল দেওয়া উচিত। ওইখানে নিরাপত্তার সমস্যা। আমাদের দেশে এই সমস্যাটাও নাই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো কাজ করছে। আর একদিকে আমার আইনশৃঙ্খলা সংস্থার ওপর স্যাংশন দেবে, আবার তাদের কাছ থেকে নিরাপত্তা চাইবে। এটা আবার কেমন কথা। আমি সেই প্রশ্নটাও করেছি।’
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তায় ১৫৮ জন পুলিশ মোতায়েন করা আছে। আর আমাদের (যুক্তরাষ্ট্রে) রাষ্ট্রদূতের জন্য সিভিল ড্রেসে শুধু একজন গানম্যান দেওয়া আছে। কাজেই এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন