সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’ খালিস্তানিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
রোববার (০২ জুলাই) রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস দ্রুতই এসে আগুন নেভায়। এ নিয়ে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হলো সানফ্রান্সিসকো কনস্যুলেট।
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খালিস্তানি সমর্থকদের ছড়ানো একটা ভিডিও আপলোড করেছে ভারতের গণমাধ্যম এএনআই। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ট্যুইটে বলেছেন, ‘সানফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা। এটা একটা অপরাধমূলক কাজ।’
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন