শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে শনিবার ঈদুল আজহা; বড় জামাত জ্যামাইকা মুসলিম সেন্টারে

শনিবার, জুলাই ৯, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: আমেরিকায় শনিবার (৯ জুলাই) পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মধ্যে সর্বত্রই চলছে কোরবানীর প্রস্তুত। আমেরিকাজুড়ে তিন হাজারেরও বেশি মসজিদের ব্যবস্থাপনায় এবার ঈদের জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে খোলা মাঠে অনুষ্ঠিত হবে দুই হাজার ৫০০টি ঈদ জামাত।

প্রাপ্ত তথ্য মতে, গত ২০ আমেরিকায় মসজিদ ও ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে আমেরিকায় মসজিদের সংখ্যা ছিল এক হাজার ২০৯টি, ২০১১ সালে মসজিদের সংখ্যা দাঁড়ায় দুই হাজার ১০৬টি। ২০২০ সালের সর্বশেষ গণনায় আমেরিকায় মোট মসজিদের সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৭৯৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি, ইলিনয়সে ১০৯টি ও নিউ জার্সিতে ১৪১টি।

বিভিন্ন অঙ্গরাজ্যে খোলা মাঠ ছাড়াও মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ ও পার্কের মাঠসহ নানা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আমেরিকাজুড়ে ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। নিউইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া, জ্যামাইকার অন্যান্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া ও ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আমেরিকার জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন