সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম কমার পরও কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না। টানা কয়েক মাস ধারাবাহিকভাবে স্বর্ণের চাহিদা বৃদ্ধির পর বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বাজারের সোনার দাম ছিল প্রতি ট্রয় আউন্স ১ হাজার ৮৩১ দশমিক ৮০ ডলার। যেখানে এক ট্রয় আউন্স ২ দশমিক ৬৭ ভরির সমান।
গত মার্চের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। কয়েক মাস ধরে মূল্যবান এই ধাতুর দাম কমছে। বিপরীতে বন্ডের মুনাফা এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বর্ণের বিক্রি আরও কমে গেছে।
বেশি মুনাফা হওয়ায় বিনিয়োগকারীরা এখন স্বর্ণের চেয়ে সরকারি বন্ডে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হচ্ছেন। কারণ, এ ধরনের বন্ডে নিয়মিত কুপন পেমেন্ট পাওয়া যায়। ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণে বিনিয়োগ ব্যয়বহুল হয়ে উঠেছে। যেখানে স্বর্ণের মূল্য নির্ধারিত হয় ডলারের ভিত্তিতে।
এ বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় রেকর্ড উচ্চতায় উঠেছিল। কারণ, বেশ কয়েকটি মার্কিন আঞ্চলিক ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়া এবং স্থিতিশীল মূল্যস্ফীতি বিনিয়োগকারীদের বাজারের অস্থিরতা থেকে নিরাপদ আশ্রয়ের দিকে ধাবিত করেছে। বিনিয়োগকারীরা আশা করেছিলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংকিং খাতের অস্থিরতা নিরসনে সুদের হার বাড়াবে। এতে সোনার চাহিদাও বেড়ে যেতে পারে।
এদিকে মূল্যবান ধাতু খনি কোম্পানিগুলোর শেয়ার দরের সঙ্গে স্বর্ণের বাজারেও বড় আঘাত এসেছে। গত তিন মাসে ব্যারিক গোল্ডের শেয়ার ১১ শতাংশ কমেছে, কিনরস গোল্ড ৩ শতাংশ এবং নর্দাম প্লাটিনামের শেয়ার দর কমেছে ২২ শতাংশ। এখনো সবাই বলছেন না যে সোনা এখনো ভালো বিনিয়োগে ক্ষেত্র হতে পারে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন