সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্র আসন্ন নতুন বিশ্বব্যবস্থায় বিশ্বকে ঐক্যবদ্ধ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিশ্ব এ মুহূর্তে পরিবর্তনের এমন এক সন্ধিক্ষণে রয়েছে যে, আগামী কয়েক বছরের মধ্যে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে, যার স্থায়িত্ব হবে আগামী কয়েক প্রজন্ম।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব এবং চীনের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের এই সময়ে এমন মন্তব্য করলেন বাইডেন।
বাইডেন সাংবাদিকদের বলেন, ‘প্রতি ছয় থেকে আট প্রজন্ম পরপর এমন একটা সময় আসে যখন পৃথিবী খুব অল্প সময়ের মধ্যে বদলে যায়। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কী হবে তার ওপরই নির্ভর করবে আগামী পাঁচ বা ছয় দশকে বিশ্ব ব্যবস্থা কেমন হবে।’
বোরিকের সঙ্গে বাইডেনের বৈঠক প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে তাঁরা জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন