যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সাথে মতবিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোছাদ্দেক আলী ফালু। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোছাদ্দেক আলী ফালু সবাইকে মুক্ত বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, প্রায় সাড়ে ৭ বছর পর আমি দেশে গিয়েছি। এর অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমার মতো আপনারাও প্রবাসে থেকে দেশের জন্য কাজ করেছেন। বিভিন্ন সময় প্রতিবাদ করতে গিয়ে মামলা-হামলার শিকারও হয়েছেন। এখন বাংলাদেশ মুক্ত, আমরা সবাই মিলে এইদেশকে আবার গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি সোলেমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, সাউন্ড ভিউ ব্রডকাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেনসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন