সিএন প্রতিবেদন: গাজায় যুদ্ধ শিগগিরই না থামলে বেসামরিক নাগরিকরা হামাসে দলে দলে যোগ দিতে পারে বলে আশংকা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান সামরিক উপদেষ্টা জেনারেল চার্লস কিউ ব্রাউন।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের এই আশংকার কথা বলেন।
জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেন, ‘এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে। এর জন্যই আমরা সময়ের কথা বলি। যত দ্রুত আপনি এ দ্বন্দ্বের অবসান করতে পারবেন, বেসামরিক নাগরিকদের হামাসের সদস্যে পরিণত হওয়া নিয়ে কম চিন্তা করতে হবে।’
ব্রাউন আরও বলেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছে, সেটিই একটু বেশিই। ২০০৬ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকায় শাসন করে আসছে হামাস।’
ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো হামাসের শীর্ষ নেতাদের আটক করা। তবে এ লক্ষ্য আরও জলদি অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।
মার্কিন ও পশ্চিমাদের সাহায্য ও সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৩০ হাজারের মতো আহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন