ঢাকা: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর চুড়ান্ত পর্বের ব্লিডজ দাবায় তরুণদের প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় এবং তরুণীদের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের নুশরাত জাহান আলো স্বর্ণ পদক জয় করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা বিভাগের নীড় সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেন। ওই ইভেন্টে ছয় পয়েন্ট নিয়ে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রৌপ্য ও চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ শাকের উল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করেন।
তরুণীদের প্রতিযোগিতায় আলো সাত খেলায় পূর্ণ সাত পয়েন্ট নিয়ে প্রথম হয়ে স্বর্ণ পদক পান। পাঁচ পয়েন্ট নিয়ে ইভেন্টে রৌপ্যপদক পেয়েছেন একই বিভাগের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। রাজশাহী বিভাগে মাইশা মাহজাবিন তিশা ব্রোঞ্জ পদক লাভ করেন।
তরুণ ও তরুণী উভয় বিভাগে দেশের আটটি বিভাগের দুই জন করে প্রতিযোগি অংশ নিয়েছিল। সাত রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন