সিএন প্রতিবেদন: ইসরায়েলের মাটিতে ইরান যেকোন মুহূর্তে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। যদিও হামলা পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরানের একটি সূত্র।
মার্কিন গোয়েন্দাদের তথ্যমতে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণ বা উত্তরাঞ্চলে হামলা চালানো হতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বলেছেন, হামলার পরিকল্পনা সর্বোচ্চ নেতার সামনেই রয়েছে। তিনি এখনো এর রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করছেন।
গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। হামলায় দুই শীর্ষ কমান্ডারসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হন।
ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান স্বার্থের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ প্রত্যাশিত এবং আসন্ন বলে মনে করা হচ্ছে। তবে মার্কিন গোয়েন্দারা এখন ইঙ্গিত দিচ্ছেন যে, ইরান মধ্যপ্রাচ্যের অন্যত্র মার্কিন স্বার্থের পরিবর্তে সম্ভবত ‘ইসরায়েলের মাটিতে’ প্রতিশোধমূলক হামলার দিকে মনোনিবেশ করছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন