বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে প্রাণ গেল দুইজনের

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

কাপ্তাই, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, জয়পুরহাট জেলা থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের একটি গ্রুপ সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পর্যটন ঝুলন্ত ব্রীজ দেখে ফেরার পথে ডিসি বাংলো এলাকায় এলে এ বোট ডুবির ঘটনা ঘটে।

তিনি আরো জানান, টুরিস্ট বোটে মহিলা ও শিশুসহ প্রায় ৫৬ জন পর্যটক ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও  স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার করা পর্যটকদের মধ্যে দুইজন নারী মারা গেছেন। আর বোটে থাকা অন্য পর্যটকদের উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা জানান, পর্যটকবাহী বোট ডুবির ঘটনায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মোট পাঁচজনকে জরুরী বিভাগে আনা হয়েছিল, তার মধ্যে দুইজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, বাকি তিন জনের মধ্যে একজন পুরুষ ও দুইজন মহিলা রয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা সংকটাপন্ন।

আগত পর্যটকেরা সবাই জয়পুর হাট জেলার পাঁচ বিবির বাসিন্দা বলে জানা গেছে।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন