রামগড়, খাগড়াছড়ি: রামগড় স্থল বন্দর নির্মাণের লক্ষ্যে অবকাঠমো নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘রামগড় স্থল বন্দর’ নির্মাণের স্থান পরিদর্শন শেষে মত বিনিময় সভায় এ তথ্য জানান।
সভায় তিনি আরো বলেন, ‘শিগগির এর অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। রামগড় স্থল বন্দরের কাছে বাংলাদেশ-ভারতের মানুষের স্বপ্ন ‘মৈত্রী সেতু’ দেই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। রামগড় স্থল বন্দর শুধু ব্যবসায়-বাণিজ্য নয়, দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসিপ্রু চৌধুরী ও রামগড় স্থল বন্দর নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সারাহ আলম।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন