রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আনিত রেজুলেশন নিয়ে ভোটাভুটি হয়েছে। এতে ভোট দেওয়া থেকে বিরত ছিলো। বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই ভোটাভুটি হয়। ভোট দেওয়া থেকে আরও বিরত ছিল ভারত, পাকিস্তান ও চীনের মতো দেশও।
রেজুলেশনটির ভোটাভুটির পক্ষে ভোট দেয় ১৪১ দেশ, বিপক্ষে ভোট দেয় ৭টি দেশ আর ভোটদানে বিরত থাকে ৩২টি দেশ।
রেজুলেশনের বিপক্ষে ভোট দেওয়া ৭ দেশ হলো – বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া।
‘ইউএন চার্টার প্রিন্সিপ্যাল আনডারলাইয়িং এ কমপ্রিহেন্সিভ, জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন’ শীর্ষক এই রেজুলেশন নিয়ে ভোটাভুটি হয়। এ ভোটের প্রস্তাব এনেছিল জার্মানি।
উল্লেখ্য, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে এর আগে জাতিসংঘের ৫টি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দিয়েছিল বাংলাদেশ। আর তিনটিতে ভোট দানে বিরত ছিলো।
শিক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং বিদেশের বাজারে দক্ষ শ্রম রপ্তানি করে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তির বিকাশে গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস এ সময় উপস্থিত ছিলেন।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন