রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় অসম্ভব: বাইডেন

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় কার্যত অসম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংক্ষিপ্ত কিয়েভ সফর থেকে পোল্যান্ডে গিয়ে বাইডেন এই দাবি করেন। মূলত পশ্চিমের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংঘাত উসকে দেওয়ার অভিযোগ তোলার পরপরই বাইডেন এই দাবি করলেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেন পশ্চিমা প্রভুদের স্বার্থ রক্ষা করছে। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপ করা ক্রমবর্ধমান কঠোর নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। লক্ষ্য অর্জনে তাঁর দেশ ‘পদ্ধতিগতভাবে’ লড়াই করে যাবে। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণাও দেন পুতিন। ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রুশ পার্লামেন্টে দেওয়া ভাষণে পুতিন এসব বলেন। এর কয়েক ঘণ্টা পর পোল্যান্ডের রাজধানীতে বাইডেন বলেন, ‘ইউক্রেনে কখনোই জয়ী হবে না রাশিয়া। কখনোই না।’

ওয়ারশর রয়্যাল ক্যাসেলের বাইরে ভাষণ দেন বাইডেন। তাঁর কথা শুনতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। বাইডেন এ সময় পুতিনের অভিযোগের বিষয়ে সরাসরি জবাব দেন। বলেন, ‘রাশিয়ায় আক্রমণের ছক নেই পশ্চিমের।’

বাইডেন আরও বলেন, পুতিন মনে করেন তাঁর মতো স্বৈরশাসকেরাই বুঝি কঠোর; কিন্তু তিনি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপের মুখে পড়েছেন। বাইডেন আরও বলেন, ‘এখানে সংশয়ের কিছু নেই। ইউক্রেনের জন্য আমাদের সমর্থন দোদুল্যমান নয়। ন্যাটো বিভাজিত হবে না। আমরা ক্লান্তও হব না।’

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন