চলমান নিউইয়র্ক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘রাশিয়ার বিপক্ষে ইউক্রেনের জয় খুবই গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার (৩০ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটো সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ওয়াশিংটন পোস্টের।
বাইডেন আরো বলেন, ‘আমাদেরকে দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সাথে থাকতে হবে। আমেরিকা দ্রুত ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠাবে। নতুন সহায়তার মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য গোলাবারুদ থাকবে।’
তিনি জানান, মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের যে প্যাকেজ অনুমোদন করেছে, নতুন সহায়তা সেই প্যাকেজেরই অংশ।
বাইডেন বলেন, ‘আমি জানি না- এ যুদ্ধ কীভাবে শেষ হবে। তবে ইউক্রেনের জয় অবশ্যই গুরুত্বপূর্ণ।
তিনি জানান, রুশ হুমকির মুখে আমেরিকা ইউরোপে তাদের সামরিক উপস্থিতি আরো বাড়াবে।
বাইডেন বলেন, ‘রুশ আগ্রাসনের কারণে পৃথিবী এখন কঠিন পরিস্তিতির মুখোমুখি। তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষকে এখন অনেক বেশি খরচ করতে হচ্ছে। রাশিয়া যাতে তাদের তেল বিক্রি থেকে বেশি আয় করতে না, পারে সে জন্য আমেরিকা ও তার মিত্ররা আলোচনা করছে। বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ন্যাটো নিজেকে রূপান্তরিত করেছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন