সিএন প্রতিবেদন: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নিউইয়র্ক সফরের নিউজ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে অশোভন আচরণ উল্লেখ করে মাফ না করা ঘোষণা দিয়েছে রাশিয়া।
রোববার (২৩ এপ্রিল) রাশিয়া এই প্রতিক্রিয়া জানায়। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে মস্কো ছাড়ার আগে ল্যাভরভ বলেন, ‘যে দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, অবাধ ও ন্যায্য বলে দাবি করে এবং বাক স্বাধীনতা ও তথ্যে প্রবেশাধিকার রক্ষার অঙ্গীকারকে মূল্য দেয়, সে দেশ নিজেকে বোকা বানিয়েছে। নিশ্চিন্ত থাকুন যে আমরা ভুলব না এবং আমরা ক্ষমা করব না।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন