মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

রাষ্ট্রপতির অপসারণে সায় নেই যুক্তরাষ্ট্রের

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

প্রিন্ট করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাড়া মিলছে না। এ ইস্যুতে সেনা প্রশাসন থেকেও মতামত দেওয়া হয়েছে। অপসারণ ইস্যুতে সায় নেই বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রেরও।

বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ইস্যুতে তাদের অবস্থান জানান ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাক্ষাতে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি ইস্যুটিও আলোচনায় এসেছিল। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূত তাদের নিজেদের অভিমত জানিয়েছেন। তারা মনে করেন, নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে নিয়ে সরকার এগোচ্ছে। এই মুহূর্তে নতুন ইস্যু সামনে আনলে জটিলতা তৈরি হতে পারে।

এদিকে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। ইতিমধ্যে প্রধান প্রধান দলগুলোর সঙ্গে তাদের বৈঠক সম্পন্ন হয়েছে। এসব বৈঠকে রাষ্ট্রপতিকে অপসারণ করার বিষয়ে নিজেদের মত তুলে ধরেছেন ছাত্রনেতারা। বিপরীতে বেশির ভাগ দল রাষ্ট্রপতি অপসারণের পর সাংবিধানিক শূন্যতা তৈরির বিষয়টি সামনে এনেছে। প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলই রাষ্ট্রপতিকে অপসারণের বিপক্ষে মতামত দিয়েছে।

Views: 9

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন