শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

রিজভী-শিমুলসহ বিএনপির ১৬১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলের ১৬১ জন নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

রোববার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে এ জামিন নামঞ্জুর করেন।

বিএনপির ১৬১ নেতাকর্মীর জামিন চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করে এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১৬১ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিতে একজন নিহত হয়। আহত হয় অনেকে। এ সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপির অজ্ঞাত আরো দেড় থেকে দুই হাজার  নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ বাদি হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন