শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

রোজার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে- আশা বাইডেনের

শনিবার, মার্চ ২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রোজা শুরুর আগেই অর্থাৎ আগামী ১০ মার্চের মধ্যেই গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও সপ্তাহ খানেক আগে তিনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহের সোমবারের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

শুক্রবার (০১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বাইডেন জানান, তিনি আশাবাদী যে, রোজা শুরুর আগেই হামাস-ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর সম্ভব হবে। তবে তিনি এটাও জানিয়েছেন, এই সময়ের মধ্যে চুক্তির বিষয়টি সমাধা না-ও হতে পারে।

সাংবাদিকেরা বাইডেনের কাছে জানতে চান, গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন যে, আগামী সোমবারের মধ্যেই গাজায় একটি যুদ্ধ বিরতি হতে পারে। তো সোমবার ঘনিয়ে আসার পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কতটা? এ সময় জবাবে বাইডেন জানান, বিষয়টি আপাতত ‘অসম্ভব’।

যুদ্ধবিরতি চুক্তি আদৌ হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, তিনি এখনো যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বিষয়টি শেষ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আশা হারাতে চাই না।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন