বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

লস অ্যাঞ্জেলেসের প্রথম হারে ব্যাটিংয়ে সফল হলেও বোলিংয়ে ব্যর্থ সাকিব

সোমবার, জুলাই ৮, ২০২৪

প্রিন্ট করুন

ডালাস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি-২০তে নিজের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে সফল হলেও বোলিংয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৬ বলে ৩৫ রান ও বোলিংয়ে দুই ওভারে ২৭ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন তিনি।

সাকিবের সফল-ব্যর্থতায় মেশানো পারফরমেন্সের ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন্সের কাছে ছয় উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছিলো সাকিবের লস অ্যাঞ্জেলেস।

ডালাসে সোমবার (৮ জুলাই) সকালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লস অ্যাঞ্জেলেস। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ছয় ও ভারতের উন্মুখ চাঁদ শূণ্যতে থামলেও চার নম্বরে নামা সাকিবকে নিয়ে ২৯ রানের জুটি গড়ে ফিরেন ১৮ বলে চারটি চারে ২৬ রান করা ওপেনার ইংল্যান্ডের জেসন রয়। এরপর দলের রানের চাকা ঘুড়িয়েছেন সাকিব। ছয়টি চারে ২৬ বলে উইকেটে সেট হয়ে ৩৫ রানে আউট হন সাকিব।

১২তম ওভারে দলীয় ৮৯ রানে সাকিব ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ছয় উইকেটে ১৬৫ রান পায় লস অ্যাঞ্জেলেস। দুইটি চার ও তিনটি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন রাসেল।

উত্তরে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টের হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় সান ফ্রান্সিসকো। অ্যালেন ৩৭ বলে ৬৩ ও শর্ট ২৬ বলে ৫৮ রান করেন। দুই ওভারে ২৭ রান দিয়েও উইকেট নিতে পারেননি সাকিব।

মেজর লিগে নিজের প্রথম ম্যাচে ১৮ রান ও ৩২ রানে এক উইকেট নিয়েছিলেন সাকিব।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন