শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

লুইসিয়ানা টেক ইউনিভার্সিটিতে ছুরিকাঘাতে আহত চার, সন্দেহভাজন আটক

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন

রাস্টন, লুইসিয়ানা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইসিয়ানা রাজ্যের রাস্টন শহরের লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির ক্যাম্পাসে সোমবার (১৩ নভেম্বর) সকালে ছুরিকাঘাতে চার নারী আহত হয়েছে। একজন ছাত্র এই আক্রমণ চালিয়েছে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও পুলিশ।

বিশ্ববিদ্যালয় বিবৃতিতে বলেছে, ‘এটি তাৎক্ষণিক করা সহিংসতা বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।’

রাস্টনের মেয়র রনি ওয়াকার বলেছেন, ‘চারজনের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন ও তাদের শ্রেভপোর্টের একটি হাসপাতালে নেয়া হয়েছে।’

ইউনিভার্সিটির পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাম্পাস পুলিশ ছুরিকাঘাতের কয়েক মিনিটের মধ্যে একজন সন্দেহভাজনকে (২৩) আটক করেছে।’

রাস্টন পুলিশ প্রধান স্টিভ রজার্স বলেছেন, ‘প্রাথমিক চিকিৎসার পর সোমবার (১৩ নভেম্বর) বিকালে অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছে।’

ওয়াকার বলেছেন, ‘ছুরিকাঘাত করা চারজনের মধ্যে একজন স্নাতক শিক্ষার্থী, তাকে প্রথম শ্রেভপোর্ট হাসপাতালে নেয়া হয়েছিল। আহত বাকি তিনজন শিক্ষার্থী নয়। দুইজনকে প্রথমে রাস্টনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপর শ্রেভপোর্টে স্থানান্তরিত করা হয়েছিল।’

ওয়াকার সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।’

টেকের ল্যামব্রাইট স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস সেন্টারে সকাল নয়টার কিছু পরেই আক্রমণটি ঘটে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন