সিএন প্রতিবেদন: ভারতীয় পররাষ্ট্রসচিবের বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় আসার কথা থাকলেও হঠাৎ সফর স্থগিত করেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় পররাষ্ট্রসচিবের ঢাকা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোয়াত্রার সফর স্থগিতের কারণ জানতে চাইলে এ কূটনীতিক বলেন, পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে ভারতের পররাষ্ট্রসচিব সফরটি স্থগিত করেছেন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর এখন পর্যন্ত দিল্লির কোনো প্রতিনিধি ঢাকা সফর করেনি। আশা করা হচ্ছিল, পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা প্রথম ঢাকা সফর করবেন। তার একদিনের ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল কোয়াত্রার।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন