যুক্তরাষ্ট্রের পপ তারকা শন ‘ডিডি’ কম্বসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক রবিন টারনোফস্কি তার জামিনের আবেদন না মঞ্জুর করেন।
শন ডিডির বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যৌন পাচার, নারীদের পতিতাবৃত্তিতে জড়ানো, খদ্দের সংগ্রহ এবং মাদকদ্রব্যের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এই পপ তারকা। তার মতে এ সব কিছুই ষড়যন্ত্রের অংশ।
প্রসিকিউটররা জানিয়েছেন প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী শন ডিডির বিপক্ষে সাক্ষ্য দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অভিযোগের জন্য কমপক্ষে ১৫ বছর করে কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, গতকাল সোমবার ম্যানহাটনের একটি হোটেলের লবি থেকে পপ তারকা শন ডিডিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হতাশা প্রকাশ করে ডিডিকে নির্দোষ দাবি করেছিলেন তার আইনজীবী মার্ক অ্যাগ্নিফিলো।
গত নভেম্বরে ডিডির বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং অসদাচরণের অভিযোগে ফেডারেল আদালতে মামলা করেছিলেন তার প্রেমিকা ক্যাসান্দ্রা ভেনচুরা
পরে চলতি বছরের মার্চে, মানবপাচার তদন্তের জন্য ডিডি লস অ্যাঞ্জেলেস এবং মিয়ামির বাড়িতে একটি ফেডারেল অভিযান চালানো হয়েছিল।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন