শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

শপথ নিলেন মার্কিন প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কেতানিজ

শনিবার, জুলাই ২, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: দীর্ঘ ২৩৩ বছরের ইতিহাস ভেঙে মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কেতানিজ ব্রাউন জ্যাকসন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৩০ জুন) শপথ নেন তিনি। ২৩৩ বছর পর এ প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।

৫১ বছর বয়সী কেতানিজ এমন সময় সুপ্রিম কোর্টে যোগ দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন।

উদারপন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ার অবসর নেওয়ায় কেতানিজকে তার জায়গায় মনোনয়ন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ব্রেয়ার দাপ্তরিকভাবে বৃহস্পতিবার (৩০ জুন) অবসরে যান।

জাতীয়ভাবে গর্ভপাত অধিকারের স্বীকৃতি দিয়ে ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ মামলার ঐতিহাসিক রায় মাত্র ছয় দিন আগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল করে দেন রক্ষণশীল নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

উদারপন্থী বিচারপতি জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতাসহ আমি যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার এবং ভয়ভীতির ঊর্ধ্ব উঠে বিচারকাজ পরিচালনার আনুষ্ঠানিক পবিত্র দায়িত্ব গ্রহণ করলাম।’

চলতি সপ্তাহে রয়টার্স ও ইপসস পরিচালিত এক জরিপে দেখা যায়, গর্ভপাত সংক্রান্ত রায়ের পর ৫৭ শতাংশ আমেরিকানই আদালত সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। চলতি মাসের শুরু দিক বিবেচনায় এটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। তখন স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আমেরিকান আদালত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন