বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শপথ নেয়ার পূর্বেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। তবে, নিজের অভিষেক অনুষ্ঠানের পূর্বেই ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চান রিপাবলিকান দলের এই নেতা।

শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য ও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

লিন্ডসে গ্রাহাম এই সপ্তাহে ইসরাইল সফর করেছেন। সেখানে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার (৩০ নভেম্বর) হামাসের একটি প্রতিনিধি দল কায়রো সফর করার কথা রয়েছে। এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মনোভাব জানা গেল।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘গাজায় আটক জিম্মিদের মুক্তি ও সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়।’

তিনি বলেন, ‘আমি ইসরাইলি সরকার ও জনগণকে বলেছি, এই মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ইস্যুটি মনযোগের কেন্দ্রে আনতে চাইছেন। তিনি চান হত্যাকাণ্ড বন্ধ হোক ও লড়াই শেষ হোক। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেন প্রশাসন জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকর করতে একসাথে কাজ করবে।’

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহে লেবাননে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ বন্ধে মনোযোগী হয়।

গেল বছরের ৭ অক্টোবর ইসরাইলে নজিরবীহিন হামলা চালিয়ে এক হাজারের বেশি মানুষকে হত্যা করে হামাস। এছাড়া, দুই শতাধিক নাগরিককে আটক করে গাজায় নিয়ে আসে। এখনো হামাসের হাতে শতাধিক জিম্মি আটক রয়েছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন