রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত

শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার।

শুক্রবার (১৫ নভেম্বর) বাগেরহাট শহরতলীর খানজাহান আলী আলীম মাদ্রাসা মাঠে নতুন জেলা আমিরের শপথ ও রুকন সম্মেলনে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, ‘শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে; যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে।’

জামায়াত সেক্রটারি জেনারেল আরও বলেন, ‘আমলাদের মধ্যে ফ্যাসিবাদের দোসর এখনো রয়ে গেছে। সকল দলের ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ হঠাতে হবে।’

উপদেষ্টা পরিষদের নিয়োগের ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, ‘গণ–আকাঙ্খার চাহিদা অনুযায়ী আপনাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই গণ–আকাঙ্খাকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন