চট্টগ্রাম: শহীদ দিবস স্মরণে বয়ান শিল্পাঙ্গনের আয়োজনে সায়েম উদ্দীনের রচনা ও নির্দেশনায় মুক্ত নাটক ‘অব্যক্ত যাতনা’ পরিবেশন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সিটির সিনেমা প্যালেস মোড়, চেরাগী পাহাড় মোড়, রেলওয়ে স্টেশন চত্বর, টেলিগ্রাফ রোড মোড়সহ মোট পাঁচটি জনবহুল স্থানে নাটকটি প্রদর্শন করা হয়।
টেলিগ্রাফ রোড মোড়ে উপস্থিত দর্শকদের একজন মোহাম্মদ জসীম নাটকটি দেখে বলেন, ‘নাটকটির অভিনেতারা আমাদের যাপন ব্যবস্থার নানা আবেগ-অনুভূতিকে স্পর্শ করেছে।’
সায়েম উদ্দীন বলেন, ‘নাটকটি বর্তমান যাপনের নানা অসঙ্গতিকে ধারণ করে রচিত ও পরিবেশিত হওয়াতে সাধারণ দর্শকদের তাৎক্ষণিক সাড়া পাচ্ছি।’
নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন পার্থ সারথি দে, সুদীপ্ত রায়, অরিন্দম সরকার শাওন, শ্রী রুবেল চৌধুরী, সায়েম উদ্দীন ও নয়ন।
নাটকটির প্রযোজনা অধিকর্তা বয়ান শিল্পাঙ্গনের সভাপতি নাফিক আব্দুল্লাহ।
রোববার (২৬ ফেব্রুয়ারী) কাজীর দেউড়ি মুক্ত মঞ্চে নাটকটি ফের পরিবেশিত হবে।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন