রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শান্তি পুনরুদ্ধারে ইসরাইল ও ফিলিস্তিনী নেতাদের প্রতি ব্লিংকেনের আহ্বান

রবিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন শান্তি পুনরুদ্ধারে ইসরাইল ও ফিলিস্তিনী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথকভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে তিনি উভয়ের প্রতি শান্তি পুনরুদ্ধারের আহ্বান ও ‘দ্বিরাষ্ট্র সমাধানে’ যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস এ তথ্য জানিয়ে বলেছেন, ‘ব্লিংকেন শান্তি পুনরুদ্ধারে পদক্ষেপ গ্রহণে জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ ও একতরফা পদক্ষেপ যা উত্তেজনাকে বাড়িয়ে তুলবে তার বিরোধিতা করেন।’

পশ্চিম তীরে ইসরাইলের কট্টর ডানপন্থী সরকারের বসতি নির্মাণ অনুমোদন দেয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্লিংকেন উভয় নেতার সাথে কথা বলেছেন।

এ দিকে, হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বলেছে, তারা ইসরাইলী সিদ্ধান্তে হতাশ।’

তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র দখলকৃত পশ্চিমতীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরোধিতা করেছে।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন