শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

শুক্রবার থেকে ঈদুল আজহার চার দিনে ছুটি শুরু

শুক্রবার, জুলাই ৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশে রোববার (১০ জুলাই) ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবেন মুসলমানরা। এ দিন উপলক্ষে স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

ঈদের ছুটি শুরু হবে শুক্রবার (৮ জুলাই) থেকে মোট চার দিন। ঈদের ছুটি থাকবে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার ঈদে এক দিন আগেই ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে বৃহস্পতিবারই (৭ জুলাই) শেষ কর্ম দিবস। তাই এবার টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৭ জুলাই) শেষ কর্ম দিবসে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু কিছু দফতরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কিছুটা কম।পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যার দূর-দূরান্তে যাবেন তাদের অনেকে অফিসে হাজিরা দিয়েই ছুটে গেছেন গন্তব্যের দিকে। অনেকে ফের এক দিন আগেই ছুটি নিয়েছেন।

দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেকটা কম। চার দিনের ছুটি শেষে আগামী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে যথারীতি অফিস শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন